Site icon Jamuna Television

বিশ্বজুড়ে একদিনে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু করোনাভাইরাসে

ক’দিন নিম্নমুখী থাকার পর বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আবারও ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ৩২ লাখ ৪১ হাজারের মতো।

সপ্তাহের ব্যবধানে ব্রাজিলে আবারও দৈনিক মৃত্যু ৩ হাজার ছাড়ালো। লাতিন দেশটিতে নতুনভাবে শনাক্ত হলো ৭০ হাজারের কাছাকাছি সংক্রমণ।

যুক্তরাষ্ট্রেও দিনে ৮৪৮ জনের মৃত্যু এবং ৪২ হাজারের বেশি সংক্রমণ শনাক্তের তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। কলম্বিয়া-আর্জেন্টিনায় সাড়ে ৪শ’র মতো মৃত্যু হয়েছে একদিনে। ইরানে পৌনে চারশ’র মতো মানুষ মারা যান মঙ্গলবার। দিনে ৩০ হাজার মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে তুরস্কে; প্রাণ হারিয়েছেন ৩৩৬ জন। বিশ্বে আরও পৌনে ৮ লাখ মানুষ হয়েছেন করোনা আক্রান্ত। মোট সংক্রমিত সাড়ে ১৫ কোটির মতো।

Exit mobile version