Site icon Jamuna Television

ব্রাজিলে তরুণের চাপাতির কোপে ৩ শিশুসহ ৫ জন নিহত

ব্রাজিলের নার্সারি স্কুলে চাপাতি দিয়ে কুপিয়ে ৫ জনকে হত্যা করলো এক তরুণ। এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হামলাকারীও।

গতকাল মঙ্গলবার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় হামলা চালায় ১৮ বছরের ঐ তরুণ। সোদেদ শহরের নার্সারি স্কুলে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে সে। এলোপাতাড়ি হামলায় ঘটনাস্থলেই মারা যায় ৩ শিশু এবং স্কুলের দুই কর্মী। হাসপাতালে চলছে আরও এক শিক্ষার্থীর চিকিৎসা। হতভাগ্য শিশুদের সবার বয়সই দুই থেকে আড়াই বছর।

নিরাপত্তারক্ষীরা ধরতে এলে, নিজের শরীরেও আঘাত করে আততায়ী। কিন্তু, কেনো এই হামলা- সেটি এখনো স্পষ্ট করেনি পুলিশ। তদন্তের স্বার্থে হামলাকারীর নাম-পরিচয়ও গোপন রাখা হয়েছে।

Exit mobile version