Site icon Jamuna Television

ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে বেশ কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানও দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে দ্রুতই।

এ মাসের ১৬ তারিখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা পৌঁছেই কোয়ারেন্টাইনে চলে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পরে ১৯ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা দলের অনুশীলন, চলবে ২০ মে পর্যন্ত। ২১ মে শ্রীলঙ্কা দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২২ মে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে সফরকারীরা। আর ২৩ মে থেকে শুরু হবে ব্যাট বলের লড়াই। বিসিবির মিডিয়া বিভাগে এক ইমেল বার্তায় এমন খবরই জানিয়েছেন গণমাধ্যমে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সময় সূচি:
২৩ মে মিরপুর স্টেডিয়াম
২৫ মে মিরপুর স্টেডিয়াম
২৮ মে মিরপুর স্টেডিয়াম

Exit mobile version