Site icon Jamuna Television

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীতে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে সুনিতা রানী নামে এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। বুধবার ভোরে মতিঝিলে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানিয়েছেন, ভোর ছয়টার দিকে ব্যাগ ধরে প্রাইভেট কারে থাকা ছিনতাইকারীরা হ্যাঁচকা টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন সুনিতা রাণী। নিহত সুনিতা ঢাকার গোপীবাগে থাকতেন। একটি বাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন ৫০ বছর বয়সী এই নারী।

পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার নূরুল ইসলাম জানান, বুধবার ভোর ৬টার দিকে মতিঝিল বাস ডিপোর কাছে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। একটি প্রাইভেটকার থেকে ওই নারীর ব্যাগ টান মেরে নিয়ে যায়। এসময় তিনি রিকশা থেকে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে দুপুরের পর তিনি মারা যান।

গোপীবাগের বাসা থেকে বের হয়ে রিকশায় শান্তিনগর যাচ্ছিলেন সুনিতা রাণী। সাথে তার ভাগনে ছিলেন। ওই ঘটনার পর সুনিতাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, ‘খবরটি আমরা ঘটনার বেশ পরে পেয়েছি। পুলিশ ছিনতাইকারীদের ধরতে কাজ করছে।’

এ ঘটনায় থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাইভেট কারটি শনাক্তের জন্য আশেপাশের সিসিটিভির ভিডিও সংগ্রহ করা হচ্ছে।’

Exit mobile version