Site icon Jamuna Television

নয় সন্তানের জন্ম দিলেন হালিমা

একে একে নয়টি সন্তানের জন্ম দিলেন আফ্রিকান দেশ মালির এক নারী। পাঁচ মেয়ে ও চার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এই মা। চিকিৎসকরা জানান মা এবং সন্তানরা সবাই ভালো আছে।

মালির সরকার জানিয়েছে, হালিমা সিস নামে একজন মালিয়ান মহিলা নয়টি বাচ্চাকে জন্ম দিয়েছে। ২৫ বছর বয়সী হালিমা সিসের ৯ সন্তান জন্ম দেয়ার বিষয়টি দেশকে মুগ্ধ করেছে। খবর আল জাজিরার।

খবরে আরও বলা হয়, মার্চ মাসে চিকিত্সকরা যখন বলেছিলেন যে হালিমার বিশেষজ্ঞের যত্নের প্রয়োজন, তখন স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মরক্কোতে নিয়ে যায়। যেখানে মঙ্গলবার তিনি সিজারিয়ান বিভাগে পাঁচটি মেয়ে এবং চার ছেলেকে জন্ম দেন।

তবে, বিষয়টি খুব বিরল ঘটনা তা মরক্কো কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি। কারণ এএফপি নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এ জাতীয় বহু ঘটনার আগেও ঘটেছে বলে জানা গেছে।

Exit mobile version