Site icon Jamuna Television

স্পিডবোট চলাচল বন্ধে শিমুলিয়া ঘাটে পুলিশ মোতায়েন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: সোমবার (৩ মে) পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার পর থেকেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

বুধবার (৫ই মে) শিমুলিয়া ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে নৌ-পুলিশ। তারা ঐ এলাকায় স্পিডবোট এবং যাত্রীদের চলাচল বন্ধ করতে বাঁশ এবং লাল কাপড় দিয়ে ঘেরাও করে রেখেছে। এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত এক ডজন পুলিশ সদস্য।

মাওয়া নৌ পুলিশের ইনচার্জ সিরাজুল কবির বলেন, আগামী ১৬ মে পর্যন্ত যাতে কোনো ধরনের স্পিডবোট বা ট্রলার এই এলাকায় চলাচল করতে না পারে সে জন্যই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। ঘাট এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে এবং ঘাট এলাকায় পুলিশের ডিউটি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

টহল ডিউটির পাশাপাশি পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ ডিউটিতেও থাকবেন বলে তিনি জানান।

Exit mobile version