Site icon Jamuna Television

ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় একজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মাইক্রোবাস চাপায় একজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে শহরের কবি সুকান্ত সড়কে স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন উদ্দিন (৩৬) এলাকায় রঙমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ জানায়, বিকেলে স্টেডিয়ামের পশ্চিম পাশের একটি বাড়ির প্রধান ফটক রং করার কাজ করছিলেন শহরের ব্যাপারী পাড়ার মিলন উদ্দিন। এসময় আদর্শপাড়া থেকে শহরের এইচএসএস সড়কের দিকে ধাবমান একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মিলন।

এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version