Site icon Jamuna Television

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে সোনাতন সরকার জীবন (২৬) নামে এক মাদকাসক্তকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৫ মে) বিকেলে জীবনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানা যায়, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রতিনিয়তই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে বাবা দুলাল সরকার টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আল মামুন গাজেশ্বরী গ্রাম থেকে সোনাতন সরকার জীবনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে বিচারক জুবায়ের হোসেন তাকে তিন মাসের কারাদণ্ড দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ছেলেটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Exit mobile version