Site icon Jamuna Television

বায়োবাবলে গাফিলতি ছিলো আইপিএল কতৃপক্ষের!

শুরু থেকেই ক্রিকেট বিশ্বে তুমুল আলোচনা সমালোচনা মধ্য দিয়েই মাঠে গড়িয়েছিলো এবারের আইপিএল। তবে টুর্নামেন্টের আয়োজকরা বারেবারেই বলে আসছিলেন কঠোর বায়োবাবলে সুরক্ষিত রাখা হবে ক্রিকেটারদের।

কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখতে পারেনি আয়োজকরা। করোনা ঠিকই খুঁজে নিয়েছে তার ঠিকানা। এপ্রিলের শেষের দিকে একে একে করোনায় আক্রান্ত হতে থাকে ক্রিকেটাররা। আর তাতেই কুপোকাত বিসিসিআই। হুট করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় আইপিএল।

তবে ভারতীয় গণমাধ্যম বলছে অন্য কথা, মুখে যতটা কঠোর ছিলেন আয়োজক কমিটি,বাস্তবে নাকি তার ছিটে ফোটাও ছিল না। ক্রিকেটাররা যে হোটেলে থেকেছে সেখানকার স্টাফরা ছিলেন না বায়োবাবলে। মাঠে যে সব কর্মীরা কাজ করতেন তারা নাকি যখন যেখানে ইচ্ছে ঘুরে বেড়িয়েছেন নিজেদের ইচ্ছে মত। কমেন্টটররা ভেন্যু থেকে ভেন্যুতে গিয়েছেন বায়োবাবলের কোন নিয়ম না মেনেই।

হুট করে আইপিএল বন্ধ হয়ে যাবার পরে প্রায় ২২শ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট ইন্ডিয়া। এই ক্ষতি মেনে নিয়ে তিনি বলছেন, আমাদের সুবিধাজনক সময়ে আসরটি আবারও আয়োজনে সক্ষম হবেন তারা।

Exit mobile version