Site icon Jamuna Television

সতীর্থদের নিমন্ত্রণ জানিয়ে বিপদে মেসি

সতীর্থদের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে ঝামেলায় জড়িয়েছেন লিওনেল মেসি। অতিমহামারির মাঝে বার্সা সতীর্থদের নিজবাড়িতে আমন্ত্রণ জানানোর বিষয়টি ভালোভাবে নেয়নি কাতালান পুলিশ।

গ্রানাদার বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের যেন স্বস্তি ফিরে পেয়েছে বার্সেলোনা। পরদিনই সতীর্থদের বাড়িতে নিমন্ত্রণ জানান অধিনায়ক লিওনেল মেসি। আয়োজন করেন একটি জমাট বারবিকিউ পার্টির।

সেখানে উপস্থিত ছিলেন বার্সায় হয়ে খেলা তার মাঠের সতীর্থরা। লা লিগার শেষ গুরুত্বপূর্ণ চারটি ম্যাচের আগে নিজেদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করতেই মেসি বাড়িতে পার্টির আয়োজন করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

সেখানে লা লিগার কোভিড-১৯ প্রটোকল ভাঙা হয়েছে কি-না সে বিষয়টি তদন্ত করে দেখেছে পুলিশ কর্তৃপক্ষ।

Exit mobile version