Site icon Jamuna Television

সুস্থ হয়ে বাসায় ফিরলেন আলমগীর

চিত্রনায়ক আলমগীর। ফাইল ছবি।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন করোনা আক্রান্ত কিংবদন্তি নায়ক আলমগীর। বুধবার দুপুরে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নেন।

গত ১৮ এপ্রিল উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করালে চিত্রনায়ক আলমগীরের শরীরে করোনা শনাক্ত হয়। একইসঙ্গে পরীক্ষা করানো তার স্ত্রী রুনা লায়লার করোনা নেগেটিভ ফল এসেছিল।

শারীরিক অবস্থা জটিল না হলেও সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধান নিশ্চিত করার জন্য আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ দিন পর আজ (বুধবার, ৫ মে) বাড়ি ফিরেছেন তিনি।

জানা যায়, আলমগীর করোনা প্রতিরোধের জন্য দ্বিতীয় ডোজ ভ্যাক্সিন নিয়েছিলেন। ভ্যাক্সিন নেওয়ার পরপরই পরীক্ষায় তার করোনা ধরা পড়ে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রথম কয়েকদিন ডাক্তাররা তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

Exit mobile version