Site icon Jamuna Television

নওগাঁয় কৃষক অরুণ হত্যার রহস্য উদঘাটন!

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আলোচিত ‘কৃষক অরুণ হত্যাকাণ্ডের’ রহস্য উদঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায় মাদক সেবনে বাধা দেয়া ও বিভিন্ন বিষয়ে শাসন করায় অরুণের আপন ভাগ্নে নয়ন এই হত্যাকাণ্ড ঘটায়।

বুধবার (৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার। তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যা করার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায় রোববার (২ মে) সকালে বাড়ির পাশে একটি জমি থেকে কৃষক অরুণের মরদেহ উদ্ধার করা হয়। তিনি হাঁসাইগাড়ি গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদ শেষে নয়নকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

Exit mobile version