Site icon Jamuna Television

শপথ নিয়েই করোনা মোকাবেলায় সোচ্চার মমতা

টানা তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরই করোনা মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী।

বুধবার বিকেলে আনুষ্ঠানিক শপথগ্রহণের পর রাজ্য সচিবালয় ভবন ‘নবান্ন’ থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, শপথ নেয়ার পর প্রথম কাজ হবে এই রাজ্য থেকে করোনাকে বিদায় করা এবং রাজ্যবাসীর মুখে হাসি ফোটানো।

সংবাদ সম্মেলনে মমতা করোনা প্রতিরোধে গৃহীত আরও কিছু পদক্ষেপের কথা জানান। ৬ মে থেকে সরকারি যানবাহনের চলাচল কমিয়ে এনে ৫০ শতাংশ করার ঘোষণা দেন তিনি। এছাড়া বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল। সীমিত পরিসরে চলবে মেট্রোরেল। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত। এছাড়াও বেসরকারি অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’ কার্যকর করা হবে ৫০% ক্ষেত্রে। চালু থাকবে হোম ডেলিভারি, অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা, ওষুধ এবং চিকিৎসাসামগ্রীর দোকান।

পাশাপাশি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে রেস্তোরাঁ, শপিং মল, পার্লার, বার, সিনেমা হল ইত্যাদি। বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েতে আরোপ করা হয় নিষেধাজ্ঞা।

Exit mobile version