Site icon Jamuna Television

বাবার চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মেয়ের

প্রতীকী ছবি।

ভারতের রাজস্থানে করোনাভাইরাসে মৃত বাবার চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার সময় চন্দ্রা শারদা নামে ৩৪ বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয়েছে।

চন্দ্রাকে চিতা থেকে উদ্ধার করার পর প্রাণে বেঁচে গেলেও ডাক্তার জানিয়েছে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে যোধপুর শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, করোনা পরীক্ষায় পজেটিভ হওয়ার পর গত রোববার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দামোদর। দুই দিন পর তার মৃত্যু হয়। বাবাকে শেষবিদায় দিতে শ্মশানে উপস্থিত ছিলেন তিন মেয়ে। এর মধ্যে সবচেয়ে ছোট ছিলেন চন্দ্রা।

Exit mobile version