Site icon Jamuna Television

মুনিয়ার খুনীর বিচার না হলে আন্দোলন দানা বাঁধবে কুমিল্লায়

মুনিয়ার খুনীর বিচার না হলে আন্দোলন দানা বাঁধবে কুমিল্লায়

মুনিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দ্রুত নিশ্চিত না হলে আন্দোলন শুরু হবে কুমিল্লা থেকে। মানববন্ধনে এমন হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

বুধবার দুপুরে কুমিল্লা শহরের কান্দিরপাড়ে এ কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ও মহানগর ছাত্রলীগ। এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি আ ক ম বাহাউদ্দিন। তিনি বলেন, যারাই এ হত্যার সাথে জড়িত থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন যুবলীগ, সেচ্ছাসেবেকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Exit mobile version