Site icon Jamuna Television

করোনা তহবিলের অর্থে বানানো হলো স্কুইডের মূর্তি!

করোনা তহবিলের অর্থে বানানো হলো মস্ত বড় স্কুইডের মুর্তি!

জাপানে করোনা মোকাবেলায় জরুরি বরাদ্দ দিয়ে বানানো হলো বিশালাকার স্কুইডের স্থাপত্য। তাতে কড়া নিন্দা- সমালোচনার মুখে নোতো শহর কর্তৃপক্ষ।

গণমাধ্যম বলছে, ৪৩ ফুট দীর্ঘ মূর্তিটি বসানো হয়েছে বন্দর এলাকায়। যা বানাতে খরচ হয়েছে ২ লাখ ২৮ হাজার ডলারের বেশি। পুরোটাই সরকারি তহবিলের অর্থ। সবার সমালোচনা করোনা চলাকালে মূর্তি তৈরির কোন যৌক্তিকতা নেই। অবশ্য শহর প্রশাসনের সাফাই, মহামারির পর অঞ্চলটিতে পর্যটক ফেরাতেই এ উদ্যোগ।

Exit mobile version