Site icon Jamuna Television

অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ; এটা গণহত্যার শামিল

অক্সিজেন স্বল্পতায় রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ; এটা গণহত্যার শামিল

অক্সিজেনের স্বল্পতায় করোনা রোগীর মৃত্যু ফৌজদারি অপরাধ। এটা গণহত্যার চেয়ে কম নয়। ভারতের হাসপাতালগুলোদে অক্সিজেন স্বল্পতায় ক্ষুব্ধ হয়ে এ মন্তব্য করেছে এলাহাবাদ আদালত।

হাইকোর্ট বেঞ্চের বিচারক আজিত কুমার ও সিদ্ধার্থ ভার্মার এক নির্দেশে বলা হয়, হাসপাতালে সার্বক্ষণিক অক্সিজেন নিশ্চিত করার দায়িত্ব যাদের তারা দায় এড়াতে পারে না।

এসময় অক্সিজেনের জন্য মানুষের অসহায় আকুতির কথা তুলে ধরেন বিচারকরা। বলেন, সরকারের পক্ষ থেকে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা বলা হলেও গণমাধ্যমে ভিন্ন চিত্র উঠে আসছে। মহামারি সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত ভারতে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। দিল্লিসহ কিছু রাজ্যে অক্সিজেনের জন্য রীতিমতো হাহাকার চলছে।

Exit mobile version