Site icon Jamuna Television

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে নেপাল

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে নেপাল

করোনার প্রকোপে মানবিক সংকটে ভুগছে হিমালয় কন্যা- নেপাল। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৮ হাজার ৬০৫ জনের শরীরে মিলেছে ভাইরাসটি।

হাসপাতালগুলোয় বেডের পাশাপাশি দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা। প্রচণ্ড অক্সিজেন সংকটে ভুগছে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত দেশটি। বুধবারও করোনায় মারা গেছেন ৫৮ জন।সবমিলিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৩ হাজার ৪৭৫। শ্মশানে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে খোলা জায়গায়ও চলছে সৎকার।

পর্যটনের ওপর নির্ভরশীল দেশটি ভুগছে চরম অর্থনৈতিক সংকটেও। কারণ মহামারির বিস্তাররোধে গেলো দেড়বছর ধরে বন্ধ পর্বতারোহণ। নেই বিদেশী পর্যটকদের আনাগোনাও। এ পরিস্থিতিতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

Exit mobile version