Site icon Jamuna Television

খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ রাখছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মিরপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে যা দুঃখজনক। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী জানান, করোনায় গত ১৪ মাসে একজনও না খেয়ে মারা যায়নি। প্রতিবেশী ভারত-পাকিস্তানের থেকে আমরা ভাল আছি বলেও জানান তিনি। তবে দুর্মুখোরা বিষয়টি নিয়ে নেতিবাচক কথা বলেই যাচ্ছেন বলে অভিযোগ করেন হাছান মাহমুদ। তারা বিভিন্ন অভিযোগ করলেও তাদের মাঠে দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

Exit mobile version