Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে থাকা তাদের প্রয়োজনের অতিরিক্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা আনার চেষ্টা করছে বাংলাদেশ। প্রয়োজনে নিজ খরচে সেই ভ্যাকসিন আনতে প্রস্তুত বাংলাদেশ সরকার। রাষ্ট্রদূত আল মিলার বলেছেন, ঢাকায় টিকা আনতে আন্তরিকভাবে চেষ্টা করছে মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম ডোজ প্রাপ্তদের দ্বিতীয় ডোজ নিশ্চিতের জন্য অন্তত ৪০ লাখ ভ্যাকসিন দিতে আবারো যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ডোজ অতিরিক্ত ভ্যাকসিন আছে।

এর আগে এ নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে চিঠিও দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, সংক্রমণের হার বিবেচনায় ভারত ও ব্রাজিলে এই টিকা পাঠাতে চায় আমেরিকা।

Exit mobile version