Site icon Jamuna Television

রিয়াল ভক্তদের তোপের মুখে এডেন হ্যাজার্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদ ভক্তদের তোপের মুখে পড়েছেন এডেন হ্যাজার্ড। সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার ম্যাচে সাবেক ক্লাব চেলসি সতীর্থদের সাথে হ্যাজার্ডের হাসি-ঠাট্টা মেনে নিতে পারছে না রিয়াল ভক্তরা।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-০ গোলের হারে যখন বিমর্ষ রিয়াল মাদ্রিদের ফুটবলাররা তখন ভিন্ন এক ছবি ধরা পড়ে ক্যামেরায়। ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করা চেলসি ফুটবলারদের সাথে ছিল হ্যাজার্ড। সাবেক ক্লাবের সতীর্থদের সাথে ম্যাচের পরপরই হাসি-ঠাট্টা করতে দেখা যায় এই বেলজিয়ানকে।

দ্রুত এই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেমিফাইনালে তো বটেই রিয়াল মাদ্রিদে পাড়ি দেবার পর থেকেই বিবর্ণ পারফর্ম করা হ্যাজার্ডের এই আচরণ মেনে নিতে পারছেন না রিয়ালের ফ্যানরা। গণমাধ্যমেও হচ্ছে হ্যাজার্ডের মুণ্ডুপাত।

ইউএইচ/

Exit mobile version