Site icon Jamuna Television

দেশে ফিরেছেন সাকিব-মোস্তাফিজ

দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে একটি চার্টার্ড বিমানে ভারত থেকে দেশে ফেরেন তারা।

আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতে আটকা ছিলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। আহমেদাবাদে হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন কোলকাতা নাইট রাইডার্সের সাকিব।

সরকারের নিয়ম মোতাবেক ১৪ দিনের কোয়ারেন্টানে থাকবেন সাকিব ও ফিজ। সোনারগাঁও হোটেলে কোয়ারেন্টাইন প্রক্রিয়ায় থাকবেন তারা।

আইপিএলের এবারের আসরে অংশ নেন এই দুই ক্রিকেটার। সাকিব খেলেন কোলকাতা নাইট রাউডার্সের হয়ে। আর রাজস্থান রয়্যালসে খেলেন মোস্তাফিজুর রহমান।

ইউএইচ/

Exit mobile version