Site icon Jamuna Television

ব্যবসায়ীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ১৪ লাখ ইট লুট করলো ছাত্রলীগ নেতা

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী উপজেলার বৈরাগপুরের নিউ পরফুল ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাছানকে প্রাণনাশের ভয় দেখিয়ে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার ১৪ লাখ ইট লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদুল হাছান। সংবাদ সম্মেলনে মাহমুদুল হাছান জানান, নিউ পরফুল ব্রিকফিল্ডে অগ্রিম ইটের জন্য ব্রিকফিল্ডের মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মজুমদার।

পরে কৌশলে প্রাণনাশের হুমকি দিয়ে ইটভাটা দখলে নিয়ে মালিককে অব্যাহত হত্যার হুমকি দেয়। একপর্যায়ে গত মার্চ মালিক জীবন বাঁচাতে পালিয়ে যান। এ সুযোগে রাত-দিন সমানে গাড়ি দিয়ে ভাটায় থাকা ১৪ লাখ ইট লুট করে নিয়ে যায় অভিযুক্ত।

এর আগে শামীম মজুমদার এস এ ব্রিকস নামে আরেকটি ইট ভাটা দখল করতে গেলে পুলিশে হাতে আটক হয়। যমুনা টেলিভিশন তাকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছিল।

Exit mobile version