ভোলা প্রতিনিধি:
ভোলায় পানিতে ডুবে মো. ওসমান (৬) ও সাদিয়া (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির পর ওই এলাকার হাজী ইসমাইল দেওয়ান বাড়ির ইব্রাহিমের ৬ বছরের শিশু পুত্র মো. ওসমান ও মো. বশিরের ৫ বছরের শিশু কন্যা সাদিয়া খেলা করতেছিল।
এ সময় খেলতে গিয়ে দুই শিশু পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে ডুবে যায়। দুই শিশুর স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেলে শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

