Site icon Jamuna Television

গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও

ডান থেকে রিফাত সুলতানার স্বামী, রিফাত সুলতানা, শ্বশুর ও শাশুড়ি।

একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা মারা যাবার ক’দিন পরে মারা যান তার শাশুড়ি। তিনদিন পর আজ মারা গেলেন তার শ্বশুর।

তিনজনের পরপর মৃত্যুশোকে স্তম্ভিত এই পরিবার। বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই প্রকাশ পেয়েছে।

এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে মৃত্যুবরণ করেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। করোনা পজেটিভ হয়ে গর্ভাবস্থায় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। রিফাতের আরও দু’টি সন্তান (যমজ) রয়েছে। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

Exit mobile version