Site icon Jamuna Television

রংপুরে হঠাৎ ছাগল চুরির হিড়িক

স্টাফ করেসপন্ডেন্ট:

রংপুর মহানগরীতে হঠাৎ করেই ছাগল চুরির হিড়িক পড়েছে। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন বিগত পর্যায়ের ছাগল পালনকারীরা।

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া তথ্যমতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬টি ছাগল চুরির খবর পাওয়া গেছে। এরমধ্যে রংপুর মহানগরীর এলাকার লোকমান হোসেনের একটি, নিউ জুম্মাপাড়ার বকুল মিয়ার তিনটি, রংপুর জিলা স্কুলের পিয়ন আশরাফুলের একটি এবং কেরানিপাড়ার একটি ছাগল চুরির হয়েছে।

ভুক্তভোগী জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন জানিয়েছেন ‘বুধবার দুপুরে আমার একটি মা ছাগল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মা চুরি হয়ে যাওয়ায় এখন দু’টি বাচ্চা অস্থির হয়ে আছে। তিনি আরও জানান, ‘মোটরসাইকেল এবং অটোতে করে একটি সংঘবদ্ধ চক্র প্রতিদিনই ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। এতে ছাগল পালনকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’

অন্যদিকে নিউ জুম্মাপাড়ার বকুল মিয়া জানান, ‘পারিবারিকভাবে তিনি ছাগল পালনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। হঠাৎ করেই আমার তিনটি ছাগল চুরি হয়ে যায় দিনে দুপুরে।’

তিনি আরও জানান, ‘আমি পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি অটোতে করে ওই তিনটি ছাগল চুরি করে নিয়ে যাওয়া হয়। এতে আমার প্রায় ৩৫ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান,’ এ বিষয়ে এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর মহানগর কমিটির সভাপতি ফখরুল আনাম বেঞ্জু জানিয়েছেন, ‘এভাবে ছাগল চুরির বিষয়টি উদ্বেগজনক। পুলিশকে নজরদারি বাড়ানোর দাবি তার।’

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এবং রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবু জানান,’ পুলিশ প্রশাসন যদি এ ব্যাপারে দ্রুত হস্তক্ষেপ না করে তাহলে দুর্বৃত্তরা আশকারা বেশি পাবে। এ ব্যাপারে পুলিশের কঠোর নজরদারি প্রয়োজন।’

Exit mobile version