Site icon Jamuna Television

করোনা পরিস্থিতি খারাপ হলেও দেশে অক্সিজেনের সংকট হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনা পরিস্থিতি খারাপ হলেও দেশে অক্সিজেনের সংকট হবে না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে বেসরকারি হাসপাতালগুলোকে অক্সিজেন নিয়ে অপ্রীতিকর কিছু না করার আহ্বান মন্ত্রীর।

বৃহস্পতিবার (৬ মে) সকালে দেশের বেসরকারি মেডিকেল কলেজের আয়োজনে অক্সিজেনের সংকট ও উত্তরণের উপায় নিয়ে অনলাইন আলোচনায় এসব বলেন মন্ত্রী। জানান, ভ্যাকসিন নিয়ে সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে তবে কিছুদিনে মধ্যে তার সমাধান হবে।

এছাড়া দেশে কেউ ভ্যাকসিন উৎপাদন করতে চাইলে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন মন্ত্রী। অক্সিজেন উৎপাদনের জন্য বিদেশ থেকে যন্ত্রপাতিসহ আনুষাঙ্গিক জিনিস কেনায় ভ্যাট ট্যাক্স প্রত্যাহের আবেদন করেন বেসরকারি মেডিকেল কলেজের মালিকরা। মন্ত্রী এ বিষয়ে সহযোগীতার আশ্বাস দেন।

Exit mobile version