Site icon Jamuna Television

জার্মানিতে প্রাপ্তবয়স্ক সকলকে ভ্যাকসিন দেয়ার নির্দেশ

জার্মানিতে প্রাপ্তবয়স্ক সকলকে ভ্যাকসিন দেয়ার নির্দেশ

প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনা ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিলো জার্মানি। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করে এ নির্দেশনা।

স্বাস্থ্যমন্ত্রী জেন স্পান বলেন, কেবল ষাটোর্ধ্বরাই পাবেন অ্যাস্ট্রাজেনেকার টিকা এমন সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার। এছাড়া দুটি ডোজের মধ্যেকার সময়সীমা তিন মাস থেকে কমানোর পরামর্শও দেন তিনি।

জার্মানিতে এতোদিন প্রবীণ নাগরিকরাই পেতেন করোনার ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাজ্যগুলো। এছাড়া আগস্ট মাস থেকে জার্মানিতে ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে পারে এমনটাও আভাস দিয়েছেন মন্ত্রী। দেশটির মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি মানুষ পেয়েছেন টিকা।

Exit mobile version