Site icon Jamuna Television

রিও’র বস্তিতে পুলিশের নাটকীয় অভিযান; প্রাণ গেলো অন্তত ২৫ জনের

রিও'র বস্তিতে পুলিশের নাটকীয় অভিযান; প্রাণ গেলো অন্তত ২৫ জনের

ব্রাজিলে মাদক চোরাকারবারীদের ধরতে চালানো সাঁড়াশি অভিযানে এক পুলিশ সদস্যসহ প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন।

গোপন সংবাদের ভিত্তিতে, রিও ডি জেনেরিও শহরের একটি বস্তি এলাকায় চালানো হয় এ অভিযান। পুলিশের কাছে তথ্য ছিলো- মাদক পাচারের জন্য শিশুদের ব্যবহার করছে কয়েকটি অপরাধী চক্র। অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে পুলিশের ওপর পাল্টা হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। দু’পক্ষের গোলাগুলিতে আহত হন মেট্রোরেলের দুই যাত্রীও; বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

রিও ডি জেনেরিও’র প্রায় ২২ শতাংশ মানুষ বাস করেন বস্তিতে। যাদের বেশিরভাগই লুটপাট-মাদক ব্যবসা-অপহরণ আর হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িত।

Exit mobile version