Site icon Jamuna Television

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা মালয়েশিয়ার

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা মালয়েশিয়ার

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ঘোষণা দিলো মালয়েশিয়া। বৃহস্পতিবার সুরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি দেন এ বিবৃতি।

অবশ্য কবে থেকে এটি কার্যকর হবে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি মন্ত্রী। বলেন, বাকি দেশগুলো হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ২৮ এপ্রিল দেশটির সাথে বিমান চলাচল স্থগিত করে কুয়ালালামপুর। এখন ভারতের প্রতিবেশীদের ব্যাপারেও নিলো কঠোর পদক্ষেপ। দেশগুলোর নাগরিকদের ওপর দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাস, ব্যবসায়িক ও সামাজিক সফর সব ক্ষেত্রেই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্টধারীরা এ নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবেন।

Exit mobile version