Site icon Jamuna Television

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোহাম্মাদ আলী (৭০) নামে এক রোগী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৬ মে) ভোর রাত সাড়ে ৪টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমের পাশের গ্রিলের সাথে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে আত্মহত্যা করেন তিনি। মোহাম্মাদ আলী উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত ৫ মে প্রসাবের ইনফেকশন জনিত জ্বালাপোড়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শুক্রবার ভোর রাতে বাথরুমের পাশের গ্রিলের সাথে গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে আত্মহত্যা করেন তিনি। ভর্তির পর আমি নিজেও তাকে দেখেছি। তার চিকিৎসার কোন ঘাটতি ছিল না।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Exit mobile version