Site icon Jamuna Television

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলি সেনাবাহিনীর

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর হামলা ইসরায়েলি সেনাবাহিনীর

ইফতারির সময় পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গুলিতে এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ফিলিস্তি কর্তৃপক্ষ জানায়, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকায় বেশ কিছুদিন ধরেই দখলদারিত্ব চালিয়েছে আসছিলো ইসরায়েল। বুধবার সন্ধ্যায় ইফতার চলাকালে ফিলিস্তিনিদের উৎখাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসময় তাদের সাথে যোগ দেয় সাধারণ ইসরায়েলিরাও। নিরস্ত্র ফিলিস্তিনিরা পাল্টা বাধা দিলে তাদের ওপর লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় ফিলিস্তিনি এক কিশোর গুলিবিদ্ধ হয়। আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। অভিযানের সময় আগুন লাগিয়ে দেয়া হয় ফিলিস্তিনিদের ঘরবাড়িতে। বৃহস্পতিবার মৃত্যু হয় ওই কিশোরের।

Exit mobile version