Site icon Jamuna Television

৩৬ বছর বয়সে অভিষেক পাক পেসারের

৩৬ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হলো পেসার তাবিশ খানের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে এই ক্রিকেটারের।

যে বয়সে অবসরে যায় ক্রিকেটাররা সেই বয়সে অভিষেক হলো তাবিশ খানের। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা মাত্র শুরু হলেও ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত নাম তাবিশ। ২০০২-২০০৩ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাবিশের।

১৯৮৪ সালে করাচিতে জন্ম নেওয়া এই পেসার প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৭টি। নামের পাশে আছে ৫৯৮ উইকেট। সবচেয়ে বেশি বয়সে পাকিস্তানে অভিষেকের কীর্তি আরও আছে। লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ৪৭ বছর ২৮৪ দিন বয়সে অভিষেক হয়েছিল মিরান বক্সের। ১৯৫৪-৫৫ মৌসুমে অভিষেক হয়েছিল তার। সেটিই এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে পাকিস্তান জাতীয় দলে অভিষেকের রেকর্ড।

ইউএইচ/

Exit mobile version