Site icon Jamuna Television

মিয়ানমারে অস্ত্রবিরতিতে দুটি সশস্ত্র সংগঠন

মিয়ানমার সরকারের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিলো দুটি সশস্ত্র সংগঠন। মঙ্গলবার অস্ত্রবিরতিতে রাজি হয় নৃগোষ্ঠীগুলো।

জানুয়ারি মাসে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং সেনাপ্রধান মিন অং লাইং- এর সাথে সাক্ষাতের পর জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ‘দি নিউ মন স্টেট পার্টি’ এবং ‘লাহু ডেমোক্র্যাটিক ইউনিয়ন’। মঙ্গলবার ছিলো আনুষ্ঠানিকভাবে শান্তি প্রক্রিয়ায় যোগদানের ঘোষণা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- এখনও দেশের আরও ১০টি সশস্ত্র সংগঠন রয়েছে শান্তি প্রক্রিয়ার বাইরে। কয়েক দশকের সংঘাত থামাতে গেলোবছরই শান্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করে সু চি প্রশাসন। অবশ্য রাখাইন সহিংসতা ও রোহিঙ্গা গণহত্যার ঘটনায় অনেকটাই ধামাচাপা পড়ে যায় সরকারের এই ইতিবাচক উদ্যেগ।

Exit mobile version