Site icon Jamuna Television

‘আর কেটো না গাছ, নিতে দাও নিঃশ্বাস’ শ্লোগানে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ

‘আর কেটো না গাছ, নিতে দাও নিঃশ্বাস’ এই শ্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষনিধনের প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা।

চারুকলার বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে ছবির হাটে আয়োজিত মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানে গাছ রক্ষার আহবান জানান তারা। একইসাথে উদ্যানে গাছ রেখে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের দাবি করেছেন কবি লেখক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

আন্দোলনকারীরা উদ্যানের অনেক গাছে মুক্তিযোদ্ধাদের নাম লিখে দিয়েছেন। এছাড়া উদ্যানে কেটে ফেলা গাছের শেকড়ের পাশে নতুন গাছের চারা লাগানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version