Site icon Jamuna Television

করোনায় সরকারের সিদ্ধান্ত দেশবাসী ইতিবাচক হিসেবে নিয়েছে: তোফায়েল

করোনায় বর্তমান সরকারের বাস্তবসম্মত সিদ্ধান্ত দেশবাসী ইতিবাচক হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের জন্যই ধীরে ধীরে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমছে বলেও জানিয়েছেন তিনি। বরাদ্দকৃত ত্রাণ প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে দায়িত্বশীলদের প্রতি নির্দেশও দেন তিনি। ভোলার প্রতিটি ইউনিয়নে আগামী তিন দিন ১০ হাজার পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে এই ত্রাণ।

ইউএইচ/

Exit mobile version