Site icon Jamuna Television

যুক্তরাজ্যসহ ইউরোপ ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।আজ সিভিল এভিয়েশনের নতুন এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার অথবা নির্ধারিত হোটেলে থাকতে হবে। বলা হয়, স্বাস্থ্য পরীক্ষায় কোনো ধরনের লক্ষণ না থাকলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া বিমানবন্দর ও ফ্লাইটে আসা সব যাত্রীকে মাস্ক বাধ্যতামূলকভাবে পরতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, করোনার সংক্রমণ বাড়ায় সরকার ১৪ এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। টানা ১৭ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ৩৮টি দেশের মধ্যে শর্ত দিয়ে ফের আন্তর্জাতিক বিমান চলাচল চালু করা হয়।

ইউএইচ/

Exit mobile version