Site icon Jamuna Television

টেস্টের পর এবার ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

সুসময় যাচ্ছে ভারতের। সাফল্যের মুকুটে যোগ হচ্ছে একেকটি পালক। এবার ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠল বিরাট কোহলির দল।

বর্তমানে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে আছে ভারত। দুইয়ে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতেও একই দশা হল প্রোটিয়াদের। সিংহাসন ছেড়ে নেমে যেতে হল দুইয়ে।

মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছে ভারত। এই সুবাদেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন ভারতীয়রা। সেঞ্চুরিয়ানে শেষ ম্যাচ হারলেও শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে তাদের।

এখন ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। এ নিয়ে পাঁচবার ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ১১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৯০ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের সাত নম্বরে আছে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা।

Exit mobile version