Site icon Jamuna Television

ভারতে ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি প্রাণহানি

ভারতে ২৪ ঘণ্টায় আরও সাড়ে তিন হাজার প্রাণহানি

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। আক্রান্ত শনাক্ত আবারও ৪ লাখের বেশি।

দেশটিতে এনিয়ে তৃতীয় দিনের মতো ৪ লাখের ঘর ছাড়ালো সংক্রমণ শনাক্তের সংখ্যা। শুধু ভারতই নয়, দৈনিক মৃত্যু এবং সংক্রমণের হিসেবে এ সংখ্যা সারা বিশ্বে সর্বোচ্চ।

এরমধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গেল ২৪ ঘণ্টায়, প্রায় ১ হাজার মানুষের প্রাণ গেছে করোনার প্রকোপে। সাড়ে তিনশ’ মৃত্যুতে এরপরই অবস্থান কর্নাটক এবং উত্তর প্রদেশের।

দিল্লিতে মারা গেছে ৩১১ জন। এদিকে, ভাইরাসের প্রকোপ ঠেকাতে সোমবার থেকে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে কর্নাটক রাজ্যে।

Exit mobile version