Site icon Jamuna Television

ফেরি বন্ধের পরেও যাত্রীদের ঢল, ভোগান্তি চরমে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মধ্যরাত থেকে ফেরি বন্ধের সিদ্ধান্তের পরেও মুন্সিগঞ্জে শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গের ঘরমুখী যাত্রীদের উপচেপড়া ঢল নেমেছে। শনিবার ভোর থেকে বিভিন্ন যানবাহনে করে ঘাট এলাকায় উপস্থিত হওয়ার চেষ্টা করছে থাকে হাজার হাজার যাত্রীরা।

অত্যধিক যাত্রী চাপে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। তবে ঘাট এলাকায় কোন যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। কয়েক কিলোমিটার হেঁটেই ঘাটে উপস্থিত হচ্ছে যাত্রীরা।

এদিকে ফেরি বন্ধে উপায় না পেয়ে ঘাটে অপেক্ষা ও কেউ কেউ আবারও রাজধানীতেই ফিরে যেতে দেখা গেছে। এতে ব্যায়ের সাথে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

অন্যদিকে সকাল ৯টার দিকে কয়েক হাজার যাত্রী নিয়ে শিমুলিয়াঘাট কুঞ্চলতা নামের একটি ফেরি বাংলাবাজার ঘাটে যেতে দেখা গেছে। ফেরিটিতে যাত্রী ছিলো চোখে পড়ার মত। উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি।

বিষয়টি নিশ্চিত করে শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক নৌরুটে ফেরি চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

Exit mobile version