Site icon Jamuna Television

নাটোরে নিজ বাড়ী থেকে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ী থেকে আমির হোসেন ও আলেকা বেগম নামে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে তাদের বাড়ীর বারান্দা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ দম্পতির ছেলে ঢাকাতে একটি গার্মেন্টেসে চাকরি করেন। তারা এখানে একাই বসবাস করেন। সেহেরী খাওয়ার সময় তাদের ছেলে মা বাবার কাছে ফোন করলে তারা সেই ফোন রিসিভ করেনি।

অনেকবার ফোনে কল দেওয়ার পরও রিসিভ না করায় সে তার এক আত্মীয়ের কাছে ফোন করে মা বাবার খবর জানতে চায়। পরে নিহত দম্পতির নাতি সকালে বাড়ীতে খোঁজ করতে এসে দেখে তার নানা ও নানি বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ীতে চুরি বা ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। প্রচণ্ড গরমের কারণে বৃদ্ধ দম্পতি ঘরের বাইরে বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

Exit mobile version