Site icon Jamuna Television

নাটোরে বাস চাপায় একজন নিহত

স্টাফ রিপোর্টার:

নাটোর বাস চাপায় অসিত কর্মকার নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের জজকোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অসিত কর্মকার সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার অনিল কর্মকারের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সকাল ছয়টার দিকে বগুড়া থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস নাটোর শহরের জজ কোর্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে প্রাতঃভ্রমণে বের হওয়া পথচারী অসিত কর্মকার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Exit mobile version