Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধির বালাই নেই নিউমার্কেট ও গাউছিয়ায়

ঈদ বাজারের ক্ষেত্রে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও আশপাশের মার্কেটগুলোয়।

শুক্রবারের তুলনায় শনিবার সকালে মানুষের চাপ কিছুটা কম দেখা যায় এই অঞ্চলে। তবে এগারোটার পর থেকে মানুষের দেখা মেলে দোকানগুলোতে। মাস্ক পরলেও কোন বালাই নেই সামাজিক দূরত্ব বজায়ের।

দোকান গুলোতেও সরবরাহ করা হচ্ছে না কোনো হ্যান্ড স্যানিটাইজার। এরই মাঝে সকাল পৌনে এগারোটায় বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাউছিয়া মার্কেটে। তবে দমকল বাহিনী এবং মার্কেট কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Exit mobile version