
ইসরায়েলকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েল কোনো দেশ নয়। এটি ফিলিস্তিনি জনগণ এবং মুসলিমদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি ঘাঁটি।
খামেনি ক্ষোভ জানিয়ে বলেন, ফিলিস্তিনে দখলদারিত্বের পর থেকেই পুরো অঞ্চলে আগ্রাসী আচরণ অব্যাহত রেখেছে ইসরায়েল। তাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই মানেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই।
এদিকে, কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে ইরান ও ইয়েমেনে। এসময় ইসরায়েল-ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায় বিক্ষুব্ধরা।



Leave a reply