Site icon Jamuna Television

পাবনায় ভিক্ষুকের ছুরিকাঘাতে নারী ভিক্ষুকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পূর্ব বিরোধের জেরধরে পাবনা শহরের বড় বাজার পানির ট্যাংক এলাকায় এক পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ভিক্ষা ও যাকাতের কাপড়ের জন্য কয়েকজন ভিক্ষুক শহরের বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকের নিচে দাঁড়িয়ে ছিল। এ সময় ভিক্ষুক আল্লাদীর সাথে অপর এক নারী ভিক্ষুকের কথা কাটাকাটি হয়।

এরই এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পাশে দাঁড়িয়ে থাকা এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে আল্লাদীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় অন্য ভিক্ষুকেরা ধাওয়া দিলে ঘাতক ভিক্ষুক পালিয়ে যায়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গেল শবে বরাতের রাতে ওই নারী ভিক্ষুকের সাথে ভিক্ষুক আল্লাদীর কথা কাটাকাটি হয়েছিল। ধারনা করা হচ্ছে সেই থেকে দুজনের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরধরে এই হত্যা কাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Exit mobile version