Site icon Jamuna Television

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা।

শনিবার সকালে তারা মিরপুর ১০ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনও তারা বেতন-বোনাস পাননি। বন্ধের এক বা দুই দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।

তারা আরও বলেন, ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। সে কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা।

জানা গেছে, মিরপুরের প্রায় ৩০টি গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছিলো।

ইউএইচ/

Exit mobile version