Site icon Jamuna Television

খালেদার শারীরিক অবস্থা ভালো নয়; উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো উচিত: ড. জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়; উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে গ্রেফতারকৃত ছাত্রদের ঈদের আগে মুক্তির দাবিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত নাগরিক সংবাদ সম্মেলন শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার ও বিএনপির মধ্যে রাজনৈতিক খেলা শুরু হয়েছে। এর আগে ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তির দাবি জানান।

এদিকে, অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে ড. কামাল হোসেন বলেন, আটক ছাত্রদের অবশ্যই জামিন দেয়া উচিত।

ইউএইচ/

Exit mobile version