Site icon Jamuna Television

দেশে ৬ জনের শরীরে শনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট

দেশে ৬ জনের শরীরে এবার শনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। ভারত ফেরত এই ব্যক্তিদের মাধ্যমে সারা দেশে কোভিড নাইনটিন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা স্বাস্থ্য অধিদফতরের।

শনিবার বিকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক নাসিমা সুলতানা বলেন, ৮ জনের নমুনা পরীক্ষার পর ৪ জনের কাছাকাছি এবং ২ জনের শরীরে নিশ্চিতভাবে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদফতর।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানলে সারা দেশে এটি ছড়াতে পারে। তবে ভারত থেকে আসা পলাতক ৮ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে।

ইউএইচ/

Exit mobile version