Site icon Jamuna Television

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ অবৈধ’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৩৭ জনের নিয়োগ নিয়ে গঠিত তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর হোসেন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ অবৈধ। এই অবৈধ নিয়োগে কার কতটুকু দায় আছে সেটি খতিয়ে দেখছে তদন্ত কমিটি।

আজ শনিবার (৮ মে) বিকেল চারটায় তদন্তের অংশ হিসেবে নিয়োগ সংশ্লিষ্টদের বক্তব্য নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিটির সদস্যরা আরও জানান, নিয়োগ সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান শেষে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

এ সময় তদন্ত কমিটির আহবায়ক সদস্য ড. আবু তাহের, ড. জাকির হোসেন আখন্দ, মোহাম্মদ জামিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা উপস্থিত ছিলেন।

এর আগে বিদায়ী উপাচার্য আব্দুস সোবহান, দুর্নীতিবিরোধী শিক্ষক ও নিয়োগের সাথে সংশ্লিষ্টদের বক্তব্য শোনে ও লিখিত নেয় কমিটি।

Exit mobile version