Site icon Jamuna Television

৪০০ বছর ধরে চলে আসছে মাছের মেলা

সারি সারি রুই-কাতল-বোয়াল-চিতল-বাঘা আইড়। কোনো মাছের ওজন ১০ কেজি, কোনটি ২৫ আবার কোনোটির ছাড়িয়েছে ৫০ কেজির ঘর। নানান জাতের এমন মাছ নিয়ে বুধবার সকাল থেকে বগুড়ার গাবতলীতে পসরা সাজিয়েছিলেন জেলেরা।

প্রায় চারশ বছর ধরে চলে আসা প্রাচীন এই গ্রামীণ জমায়েত স্থানীয়ভাবে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহ মেলা নামে পরিচিত। সন্নাসী পূজা উপলক্ষ্যে শুরু হলেও চারশ বছর পেরিয়ে এই উৎসব সার্বজনীন। একদিনের মেলা হলেও বুধবার মাছের মেলার পর বৃহস্পতিবার জামাই মেলাসহ ৫ থেকে ৭ দিন ধরে উৎসবের আমেজ চলে এই এলাকায়।

মূলত মাছের মেলা হলেও নাগরদোলা, সার্কাস, নানান স্বাদের মিষ্টি আর বাহারী পসরা এবারো ভিন্ন আমেজ তৈরি করেছে পোড়াদহের মেলা।

Exit mobile version